Math And Reasoning Question In Bengali

Brief Information : আজ এই কুইজ পর্বে কিছু বাছাই করা গুরুত্বপুর্ণ Math And Reasoning Quiz In Bengali part 1 তে রয়েছে আকর্ষণীয় কিছু প্রশ্নের সমাহার যা আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। আশা করছি তোমাদের এই কুইজ টি ভালো লাগবে।

Math And Reasoning Question in bengali, quiz in bengali, quiz questions in bengali
quizinbengali.com

📢 নিচের start the quiz বাটন এ ক্লিক করুন

⏰ প্রতিটি প্রশ্নের জন্য সময় 60 সেকেন্ড

Time’s Up
score:

Your Score Card

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

সমস্ত প্রশ্ন ও অপশন দেওয়া হলো:-

1.Question ➭➭ A এর বতন B এর বেতন অপেক্ষা 25% কম, B এর বেতন A এর বেতনের চেয়ে শতকরা কত বশি
A: 25%
B: 20%
C: 30%
D: 33⅓%

2.Question ➭➭ 300 মিটার লম্বা একটি ট্রেন 64 কিমি/ঘন্টা গতিবগে যায়। একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে কত সময় নেবে ?
A: 22 সেকেন্ড
B: 18 সেকেন্ড
C: 20 সেকেন্ড
D: 12 সেকেন্ড

3.Question ➭➭ একটি ক্লাসে সুলেখা উপরের দিক থেক 13 নম্বরে ও নিচের দিক থেকে ৪ নম্বরে রয়েছে। ওই ক্লাসে মােট কতজন ছাত্রী আছে
A: 18
B: 20
C: 21
D: 22

4.Question ➭➭ 31 কে এমন দুটি অংশে ভাগ করাে যার একটি অংশ অপরটির 24% হয়। তব সংখ্যা দুটি কি কি
A: 27,4
B: 24,4
C: 22,9
D: 25,6

5.Question ➭➭ দশম ইনিংসের পর কোন খেলােয়াড়ের গড় রান 32।
গড় 6 বৃদ্ধিধি পাবে ?
A: 88
B: 69
C: 78
D: 98

6.Question ➭➭ একটি চৌবাচ্চা A নল দিয়ে ৪ ঘণ্টায় পূর্ণ হয় এবং তলদেশের ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 12 ঘন্টায়। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশে ছিদ্র দিয়ে কতক্ষণে খালি
হবে ?
A: 24 ঘন্টায়
B: 26 ঘন্টায়
C: 28 ঘন্টায়
D: 32 ঘন্টায়

7.Question ➭➭ যদি JUNE কে NXPF এই কোডে লেখা হয়। তাহল STAY কে কী কোডে লেখা হবে।
A: WVCZ
B: WWCZ
C: WVZC
D: VWDB

8.Question ➭➭ একটি শ্রেণিকক্ষে 30 জন ছেলে আছে এবং তাদের গড় বয়স 17, 18 বছরের একটি ছেলে শ্রেণিকক্ষত্যাগ করল এবং আর একটি ছেলে এসে যোগদান করল। শ্রেণিকক্ষের ছেলেদের বয়সের গড় 16.9 হল। নতুন ছেলেটির বয়স কত?
A: 25
B: 30
C: 15
D: 20

9.Question ➭➭ 7: 49 ?:324
A: 16
B: 18
C: 17
D: 36

10.Question ➭➭ পাখা: গ্রীস্ম ::কম্বল: ?
A: হেমন্ত
B: শরৎ
C: বর্ষা
D: শীত

11.Question ➭➭ যদি APPROACH কে লেখা হয় CHOAPRAP ,
তাহলে RESTRICT কে কী কোডে লেখা হবে ?
A: CTRISTER
B: TRISTRE
C: TCIRSTRE
D: ERTSIRTC

12.Question ➭➭ 7 টাকা লিটার খাঁটি দুধ কিনে 16 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 3 টাকা লিটার দরে বিক্রি করা যাবে
A: 14 লিটার
B: 12 লিটার
C: 15 লিটার
D: 18 লিটার

13.Question ➭➭ দুটি সংখ্যার অনুপাত 4 : 5 এবং গ.সা.গু 8Iতাহলে ল.সা.গু
A: 160
B: 150
C: 155
D: 170

14.Question ➭➭ একব্যক্তি 482 টাকা একটি দ্রব্য বিত্রয় করায় যত পরিমাণ লাভ হয় 318 টাকা সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 10% ক্ষতিতে বিক্রয় করলে বিত্রয় মূল্য কত হবে ?
A: 360 টাকা
B: 440 টাকা
C: 340 টাকা
D: 400 টাকা

15.Question ➭➭ 240 মিটার লম্বা একটি ট্রন উল্টো দিক থেকে 3 কিমি/ঘন্টা গতিবেগ আসা একটি ব্যক্তিক 10sec -এ অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত ?
A: 83.4
B: 83
C: 72
D: 82

16.Question ➭➭ নিচের কোন শব্দটি সমগােত্রীয় নয় ?
A: Piano
B: Flute
C: Gramophone
D: Harmonium

17.Question ➭➭ 1 থেকে 92 পর্যন্ত জোাড় সংখ্যা গুলির গড় কত
A: 45
B: 48
C: 50
D: 47

18.Question ➭➭ 5 জন পুরুষ একটি কাজ 6 দিনে করে। যখন 10 জন মহিলা সেই কাজটি 5 দিনে করে। কত দিনে সেই কাজটি 5 জন মহিলা এবং 3 জন পুরুষ করতে পারে?
A: 5
B: 6
C: 7
D: 12

19.Question ➭➭ যদি PETS=60, তাহলে BICK= ?
A: 28
B: 25
C: 27
D: 30

20.Question ➭➭ রমেশবাবু একটি ছেলেকে দেখে বলল,"ওই ছলেটি আমার না, ওই ছেলের বাবা যার শশুর, আমার বাবাও ওই একই ব্যক্তির শশুর।" রমেশ বাবু ও ওই ছেলেটির কি হয় ?
A: দাদু
B: কাকা
C: দাদা বা ভাই
D: বোন

Why Math and Reasoning Question In Bengali part 1 Is Important ?

In this Math and reasoning question In Bengali part 1 article we provide ther are many important questions in bengali language that audiences can understand easily.In this article we provide selected questions for the importance of exam patter or exam oriented.we provide important math and reasoning quiz in bengali language in this article I think it helps you for your exam.this is best quiz questions in bengali language for competitive exams.m.So stay with quiz in bengali for getting new content

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top