Gk mock test in bengali

জিকে মক টেস্ট পার্ট 4

Brief Information : আজ এই কুইজ পর্বে কিছু বাছাই করা গুরুত্বপুর্ণ Gk mock test in bengali part 4 তে রয়েছে আকর্ষণীয় কিছু প্রশ্নের সমাহার যা আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। আশা করছি তোমাদের এই কুইজ টি ভালো লাগবে।

quizinbengali.com

📢 নিচের start the quiz বাটন এ ক্লিক করুন

⏰ প্রতিটি প্রশ্নের জন্য সময় 60 সেকেন্ড

Time’s Up
score:

Your Score Card

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

সমস্ত প্রশ্ন ও অপশন দেওয়া হলো:-

1.Question ➭➭ “বিশ্ব জনসংখ্যা দিবস” কবে পালন করা হয়?
A: ৮ এপ্রিল
B: ৯ ই আগস্ট
C: ১১ জুলাই
D: ১১ সেপ্টেম্বর

2.Question ➭➭ হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়?
A: ১৫৫৬ সালে।
B: ১৫৬৫ সালে।
C: ১৫৭৬ সালে।
D: ১৫৮৬ সালে।

3.Question ➭➭ নিচের কোন সমুদ্র স্রোত টি শীতল?
A: কুরেশিয়ো স্রোত।
B: ক্যালিফোর্নিয়া স্রোত।
C: পেরু স্রোত।
D: নিরক্ষিয় স্রোত।

4.Question ➭➭ পূর্ব-মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
A: জয়পুর
B: জব্বলপুর
C: কোলকাতা
D: হাজীপুর

5.Question ➭➭ কোনটি ভারতের দীর্ঘতম সেচখাল?
A: যমুনা খাল।
B: শিরহান্দ খাল।
C: ইন্দিরা গান্ধী খাল।
D: উচ্চ বাড়ি দোয়াব খাল।

6.Question ➭➭ কততম সংশোধনীতে পঞ্চায়েতী রাজ্ ব্যবস্থ্যা সংবিধানে স্বীকৃতি পায়?
A: ৭২ তম।
B: ৭৩ তম।
C: ৭৪ তম।
D: ৭৫ তম।

7.Question ➭➭ পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত সম্মতি কে দেন?
A: পরিকল্পনা কমিশন।
B: রাষ্ট্রপতি।
C: জাতীয় উন্নয়ন পরিষদ।
D: লোকসভা ও বিধানসভা।

8.Question ➭➭ নীলনদের উৎস কী?
A: আন্দিজ পর্বত।
B: তিব্বতীয় মালভুমি।
C: লোহিত সাগর।
D: ভিক্টরিয়া হ্রদ।

9.Question ➭➭ রসায়ন বিদ্যার জনক কে?
A: জেমস ওয়াট
B: রবার্ট বয়েল
C: প্রিস্টলে
D: অ্যারিস্টটল

10.Question ➭➭ ক্রোমোজোমে কি থাকে?
A: DNA ও প্রোটিন।
B: শুধু DNA .
C: DNA, RNA ও প্রোটিন।
D: DNA ও RNA .

11.Question ➭➭ বায়ু কী?
A: মৌল
B: যৌগ
C: মিশ্রণ
D: কোনোটিই নয়

12.Question ➭➭ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন ( AITUC ) কবে গঠিত হয়?
A: ১৯৩০ সালে।
B: ১৯২৫ সালে।
C: ১৯২০ সালে।
D: ১৯৩৫ সালে।

13.Question ➭➭ “প্রার্থনা সমাজ” কে প্রতিষ্ঠা করেন?
A: রাজা রামমোহন রায়।
B: দয়ানন্দ সরস্বতী।
C: আত্মারাম পান্ডুরঙ্গ।
D: তুলসী রাম।

14.Question ➭➭ ভোটদানের অধিকার সংবিধায়নের কোন ধারায় আছে?
A: ৩২৬ ধারা।
B: ৩২৪ (২) ধারা।
C: ৩২৫ ধারা।
D: ৩১৭ ধারা।

15.Question ➭➭ “স্বত্ব বিলোপ নীতি ” কে প্রবর্তন করেন?
A: লর্ড কর্নওয়ালিস।
B: লর্ড ক্যানিং।
C: লর্ড ডালহৌসি।
D: উইলিয়াম হেস্টিং।

16.Question ➭➭ মায়ানমারের মুদ্রার নাম কী?
A: ইয়েন
B: কিয়াত
C: টেঙ্গে
D: রিয়াল

17.Question ➭➭ বাস্তুতন্ত্রের প্রবক্তা কে?
A: হেকেল
B: ওডাম
C: ট্যানসেল
D: ডারউইন

18.Question ➭➭ "ভারতের আইনস্টাইন" কাকে বলা হয়?
A: মেঘনাদ সাহা।
B: সি. ভি. রমন।
C: সত্যেন্দ্রনাথ বোস।
D: জগদীশ চন্দ্র বসু।

19.Question ➭➭ ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত?
A: ব্রিটেন।
B: মার্কিন যুক্তরাষ্ট্র।
C: অস্ট্রেলিয়া।
D: জাপান।

20.Question ➭➭ মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন?
A: ভেস্যালিয়াস।
B: জেনার।
C: উইলিয়াম হার্ভে।
D: লুই পাস্তুর।

Best gk practice set in bengali
অন্যান্য গুরুত্বপুর্ন মক টেস্ট লিস্ট Link
জিকে মক টেস্ট পার্ট 3Read
জিকে মক টেস্ট পার্ট 2Read
জিকে মক টেস্ট পার্ট 1Read
I hope all the online gk mock test in bengali language questions help you too much
What we provide in Gk Mock Test In Bengali part 4 ?

Ans: Gk Mock Test In Bengali, online mock test in bengali, important topics of gk mock test in bengali,best questions for exam oriented gk mock test in bengali.mock test in bengali.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top