Math practice set in bengali

অংক মক টেস্ট পার্ট 6

Brief Information : আজ এই কুইজ পর্বে কিছু বাছাই করা গুরুত্বপুর্ণ Math Mock Test Bengali part 6 তে রয়েছে আকর্ষণীয় কিছু প্রশ্নের সমাহার যা আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। আশা করছি তোমাদের এই কুইজ টি ভালো লাগবে।

Math practice set in bengali, Math mock test in bengali, quiz in bengali, math quiz in bengali
quizinbengali.com

📢 নিচের start the quiz বাটন এ ক্লিক করুন

⏰ প্রতিটি প্রশ্নের জন্য সময় 60 সেকেন্ড

Time’s Up
score:

Your Score Card

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

সমস্ত প্রশ্ন ও অপশন দেওয়া হলো:-

1.Question ➭➭ দুটি সংখ্যার যোগফল 20। বিয়ােগফল 4। তবে সংখ্যাদ্বয়ের গ সা গু কত হবে?
A: 4
B: 5
C: 10
D: উপরের কোনোটিই নয়

2.Question ➭➭ দুটি সংখ্যার গ সা গু 25 ও তাঁদের ল সা গু 1925, একটি সংখ্যা 175 হলে, অপরটি সংখ্যাটি কত?
A: 175
B: 125
C: 275
D: 185

3.Question ➭➭ একটি বাল্ব তৈরীর কারখানাতে 365 দিনে 14600 টি বাল্ব তৈরি হয়।140 দিনে ওই কারখানায় কতকগুলি বাল্ব তৈরী হবে ?
A: 5000
B: 6500
C: 3600
D: 5600

4.Question ➭➭ একটি ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসানসোেল গেল। আবার আসানসাল থেকে কলকাতা ফিরছি 40 কিমি প্রতি ঘন্টা বেগে ।তাহলে অভিযাত্রার গড় গতিবেগ হল কত?
A: 50 কিমি/ঘন্টা
B: 24 কিমি/ঘন্টা
C: 48 কিমি/ঘন্টা
D: 45 কিমি/ঘন্টা

5.Question ➭➭ বিরাট কোহলি 4 ছক্কা ও 3 টি চার এর সাহায্যে মােট 1103 রান করেছে। তাহলে কত শতাংশ রান সে দৌড়ে করেছে?
A: 500/11%
B: 450/11%
C: 400/11%
D: 45%

6.Question ➭➭ দুটি সংখ্যার ঘনফলের সমষ্টি 91 একটি সংখ্যার বর্গ 9 হলে, অপর সংখ্যার বর্গমূল এর মান কত ?
A: 2
B: 4
C: 16
D: 9

7.Question ➭➭ মিনা কুমির এর বয়সের অনুপাত 4:3 তাদের দুজনের বয়সের যােগফল হল 28 বছর। 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
A: 7:4
B: 4:3
C: 6:5
D: 12:11

8.Question ➭➭ দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 7.75 এবং 2.25; তাহলে তাদের গুণফল কত হবে ?
A: 13.75
B: 12.25
C: 13.25
D: 10.75

9.Question ➭➭ 20 টি সংখ্যার গড় 30 এবং অপর 30 টি সংখ্যার গড় 20; তাহলে সমস্ত সংখ্যার গড় কত?
A: 30
B: 25
C: 40
D: 24

10.Question ➭➭ A এবং B একটি কাজ আলাদা আলাদাভাবে যথাক্রমে 10 দিন ও 12 দিনে শেষ করতে পারে। যদি তারা altermate দিনে কাজ করে ও A কাজ শুরু করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে ?
A: 61/6 দিন।
B: 32/3 দিন।
C: 65/6 দিন।
D: 31/3 দিন।

11.Question ➭➭ কত শতাংশ বার্ষিক সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমান টাকা কুড়ি বছরে দ্বিগুণ হবে ?
A: 5.5% প্রতিবছর
B: 5% প্রতিবছর
C: 6% প্রতিবছর
D: 4% প্রতিবছর

12.Question ➭➭ সুজিত, মনােজ ও কনাইয়া একটি আংশীদারিত্র শুরু করল। সুজিত 16000 টাকা 9 মাসের জন্য বিনিয়ােগ করল। মনোজ 12000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করল এবং কানাইয়া ৪০00 টাকা 12 মাসের জন্য বিনিয়ােগ করল। বছর শেষে লাভ 26000 টাকা হলে লভ্যাংশ তে সুজিতের অংশ কত হবে ?
A: 14000 টাকা
B: 15000 টাকা
C: 12000 টাকা
D: 13000 টাকা

13.Question ➭➭ 50 টি সংখ্যার গড় 30। যদি দুটো সংখ্যা যথাক্রমে 30 এবং 40 বাদ দেওয়া হয়, তাহলে বাকি সংখ্যাপগুলোর গড় কত হবে?
A: 29.27
B: 28.32
C: 28.78
D: 29.79

14.Question ➭➭ 100 মিটার লম্বা একটি ট্রেন ছাড়বে 144 কিমি/ঘণ্টা, একটি তড়িৎ খুটিকে অতিক্রম করতে কত সময় নেবে ?
A: 4.25 সেকেন্ড
B: 5 সেকেন্ড
C: 12.5 সেকেন্ড
D: 2.5 সেকেন্ড

15.Question ➭➭ এক দম্পতির বিবাহিত পুত্র রয়েছে এবং প্রতিটি পুত্রের চারটি করে সন্তান রয়ছে। তাহলে ওই পরিবারের মোট সদস্য সংখ্যা কত ?
A: 50 জন
B: 32 জন
C: 36 জন
D: 40 জন

16.Question ➭➭ পিতা ও পুত্রর বর্তমান বয়সের সমষ্টি 45 বছর। পাঁচ বছর আগে পুত্র ও পিতার বয়সের অনুপাত ছিল 1:4 । পুত্র ও পিতার বর্তমান বয়স যথাক্রমে কত?
A: 12 বছর ও 32 বছর
B: 12 বছর ও 33 বছর
C: 16 বছর ও 39 বছর
D: 9 বছর ও 36 বছর

17.Question ➭➭ একটি 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। যদি অনুপাত টিকে 1:2 করতে হয় তাহল আরও কত জল মেশাতে হবে ?
A: 45 লিটার
B: 50 লিটার
C: 60 লিটার
D: 65 লিটার

18.Question ➭➭ একটি বস্তুর বিক্রয় মূল্য 144 টাকা। যদি লাভ এর শতকরা হার সংখ্যাগতভাবে ক্রয় মূল্যের সমান হয়, তবে বস্তর ক্রয়মূল্য কত ছিল ?
A: 100 টাকা
B: 90 টাকা
C: 80 টাকা
D: 72 টাকা

19.Question ➭➭ একজন ক্রিকেটার 8 টি ম্যাচে গড়ে 52 রান করেন। প্রথম পাঁচটি ম্যাচে তার গড় রান ছিল 50, শেষ তিনটি ম্যাচে তার গড় রান কত ছিল?
A: 53.5
B: 52.3
C: 55.3
D: 51.5

20.Question ➭➭ দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে। যাত্রা শুরুর য়থাক্রমে 9 ও 16 ঘণ্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। তবে দ্বিতীয়জনের গতিবেগ ঘণ্টায় 27 কিলোমিটার হলে, প্রথমজনের গতিবেগ ঘণ্টায় কত ?
A: 36 কিমি
B: 46 কিমি
C: 35 কিমি
D: 45 কিমি

21.Question ➭➭ নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় 10 কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 2 কি.মি. যায়। তবে স্রোতের বেগ ঘন্টায় কত?
A: 8 কিমি
B: 6 কিমি
C: 12 কিমি
D: 4 কিমি

22.Question ➭➭ একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড আতিক্রম করে। তবে তারা একে অপরকে কত সময়ে অতিক্রম করবে ?
A: 1 মিনিট
B: 50 সেকেন্ড
C: 45 সেকেন্ড
D: 80 সেকেন্ড

23.Question ➭➭ একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 9 ঘণ্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 27 ঘণ্টায়। স্থির জলে নৌকার গতি 12 কিলোেমিটার/ঘণ্টা হলে, যাত্রাপথের দূরত্ব কত হবে?
A: 108 কিমি
B: 142 কিমি
C: 162 কিমি
D: 178 কিমি

24.Question ➭➭ পিন্টু 4 টি ঝুড়ি করে যথাক্রমে 15 টি,18 টি,21 টি,22 টি,কিনে আনল। এর মধ্যে একটি ঝুড়ি বাড়ি নিয় গেল। বাকি তিন ঝুড়ি আম পাঁচ বন্ধুর মধ্যে সমান ভাবে ভাগ করে দিল। সে যে ঝুড়িটি বাড়ি নিয়ে গিয়েছিল তাতে কট আম ছিল?
A: 15 টি
B: 21 টি
C: 18 টি
D: 22 টি

25.Question ➭➭ 600 টাকার একটি চেয়ার বিক্রি করে 100 টাকা ক্ষতি হল। 16% লাভ রাখতে হলে এটিকে কত টাকায় বিক্রি করতে হবে?
A: 816 টাকা
B: 818 টাকা
C: 820 টাকা
D: 812 টাকা

Related Keywords about Math practice set in bengali

Math practice set in bengali, Math mock test in bengali, quiz in bengali, math quiz in bengali, important math mock test in bengali, exam oriented math practice set in bengali for competitive exams.top math mock test in bengali,top math quiz in bengali questions,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top