Online Mock test in Bengali

মক টেস্ট পার্ট 4

Brief Information : আজ এই কুইজ পর্বে কিছু বাছাই করা গুরুত্বপুর্ণ Online Mock test in Bengali Part 4 তে রয়েছে আকর্ষণীয় কিছু প্রশ্নের সমাহার যা আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। আশা করছি তোমাদের এই কুইজ টি ভালো লাগবে।

quizinbengali.com

📢 নিচের start the quiz বাটন এ ক্লিক করুন

⏰ প্রতিটি প্রশ্নের জন্য সময় 60 সেকেন্ড

Time’s Up
score:

Your Score Card

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

অন্যান্য গুরত্বপূর্ণ মক টেস্ট লিস্টLink
🔰মক টেস্ট পার্ট 3Read
🔰মক টেস্ট পার্ট 2Read
🔰মক টেস্ট পার্ট 1Read
I hope all the online mock test in bengali questions help you for competitive exams
সমস্ত প্রশ্ন ও অপশন দেওয়া হলো:-

1.Question ➭➭ একটি সংখ্যার সঙ্গে 3 যোগ করে যােগফলকে 4 দ্বারা গুণ করা হলো, এবং গুণফলকে 5 দ্বারা ভাগ করাতে ভাগফল 7 ও অবশিষ্ট 1 হল, ওই সংখ্যাটি কত ?
A: 21
B: 6
C: 9
D: 8

2.Question ➭➭ আকাশ ও প্রীতমের বয়সের পার্থক্য 12 বছর। তাদের উভয়ের বয়সের অনুপাত 3:5 I তাহলে প্রীতম এর বয়স কত ?
A: 24 বছর
B: 28 বছর
C: 32 বছর
D: 30 বছর

3.Question ➭➭ দুটি বর্গক্ষত্রের বাহুর অনুপাত 3 : 4 হলে, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত ?
A: 9:16
B: 12:16
C: 4:3
D: 16:9

4.Question ➭➭ দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল যথাক্রমে 128 এবং 2 হলে, বড় সংখ্যাটি কত ?
A: 16
B: 24
C: 18
D: 22

5.Question ➭➭ একটি বিদ্যালয়ের বালক-বালিকা সংখ্যার অনুপাত 7: 13, বিদ্যালয়ে মােট বালক-বালিকার সংখ্যা 400 হলে, বালক-বালিকার সংখ্যার পার্থক্য কত ?
A: 140
B: 120
C: 125
D: 145

6.Question ➭➭ প্রতি কিলােগ্রাম গমের বর্তমান মূল্য 20 টাকা। পূর্বে এই মূল্য ছিল 25 টাকা। পরিবারের খরচ একই রাখলে গমের ব্যবহার কত বৃদ্ধি পাবে?
A: 20%
B: 25%
C: 30%
D: 40%

7.Question ➭➭ এক ব্যক্তি একটি দ্রব্য 150 টাকায় বিক্রয় করায় 25% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
A: 225 টাকা
B: 200 টাকা
C: 125 টাকা
D: 175 টাকা

8.Question ➭➭ পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে, বিক্রয় মূল্য কত হবে ?
A: 245 টাকা
B: 225 টাকা
C: 230 টাকা
D: 235 টাকা

9.Question ➭➭ প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে ?
2, 5,9, ?, 20, 27
A: 14
B: 18
C: 24
D: 16

10.Question ➭➭ AYD, BVE, DRH, ?, KGL
A: FMI
B: GLJ
C: HLK
D: GMJ

11.Question ➭➭ R মানে -, A মানে +, B মানে ÷,এবং C মনে × ,হলে 25A16C2B4R1=? মানে
A: 30
B: 35
C: 32
D: 36

12.Question ➭➭ a, d, c, f, ? h, g, ? i
A: e, j
B: f,j
C: e, k
D: j, e

13.Question ➭➭ রাম বাড়ি থেকে বেরিয়ে সোজা পূর্বদিকে 20 মিটার হাঁটার পর সে 135° ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরল এবং সবশেষে ঘড়ির কাটার দিকে 90° ঘুরে স্থির হয়ে দাঁড়ালাে। এখন রাম কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে?
A: উত্তর-পূর্ব
B: উত্তর-পশ্চিম
C: দক্ষিণ-পশ্চিম
D: দক্ষিণ-পূর্ব

14.Question ➭➭ কোনটি ভূল নির্ণয় করো
2, 9, 28, 67, 126, 217
A: 67
B: 28
C: 126
D: 217

15.Question ➭➭ লিভারের নীতি আবিষ্কার করেন কে ?
A: নিউটন
B: কোপার্নিকাস
C: আর্কিমিডিস
D: গ্যালিলিও

16.Question ➭➭ ভারতবর্ষর কোন উপকূলবর্তী রাজ্যে মৃক্তিকা ক্ষয় সবচেয়ে বিপদজনক ?
A: উড়িষ্যা
B: কর্ণাটক
C: তামিলনাডু
D: কেরালা

17.Question ➭➭ মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে ?
A: ভিটামিন D
B: ভিটামিন A
C: ভিটামিন B
D: ভিটামিন K

18.Question ➭➭ স্বর্ণলতা কি রকমের উদ্ভিদ?
A: স্বভোজী
B: মৃতজীবী
C: পরজীবী
D: কোনোটিই নয়

19.Question ➭➭ নেহরুর রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারশনের প্রতিনিধিত্ব করেন কে ?
A: ভি. ভি. গিরি
B: জওহরলাল নেহেরু
C: এস কে ধর
D: গণেশ বাসুদেব মাভালানকার

20.Question ➭➭ সিস্টোলিথ কোন গাছের পাতায় দেখা
যায় ?
A: বট পাতা
B: অশত্ব পাতা
C: আম পাতা
D: কোনোটিই নয়

What we provide on Online Mock test in Bengali part 4 ?

Online mock test in bengali,best online mock test in bengali language questions,best quiz in bengali for competitive exams, online Mock Test Bengali,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top