Math mock test Bengali

অংক মক টেস্ট পার্ট 5

Brief Information : আজ এই কুইজ পর্বে কিছু বাছাই করা গুরুত্বপুর্ণ Math Mock Test Bengali part 5 তে রয়েছে আকর্ষণীয় কিছু প্রশ্নের সমাহার যা আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। আশা করছি তোমাদের এই কুইজ টি ভালো লাগবে।

quizinbengali.com

📢 নিচের start the quiz বাটন এ ক্লিক করুন

⏰ প্রতিটি প্রশ্নের জন্য সময় 60 সেকেন্ড

Time’s Up
score:

Your Score Card

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

সমস্ত প্রশ্ন ও অপশন দেওয়া হলো:-

1.Question ➭➭ একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল 5, এবং লবের 5 গুণ হরের দ্বিগুন অপেক্ষা 4 বেশী, ভগ্নাংশটি কত ?
A: 2/3
B: 3/2
C: 1/4
D: 3/4

2.Question ➭➭ একটি বাসস্ট্যান্ড থেকে A,B,C রুটের বাস যথাক্রমে, 4,15,ও16 মিনিট অন্তর অন্তর ছাড়ে। সকাল 5 টায় একসঙ্গে ছাড়ার পর পুনরায় কোন সময় তিনি রুটের বাস একসঙ্গে ছাড়বে ?
A: সকাল 4টা
B: সকাল 11টা
C: সকাল 9টা
D: সকাল 10টা

3.Question ➭➭ 378 কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে ?
A: 9
B: 8
C: 7
D: 6

4.Question ➭➭ অনিল 10 মিনিটে 500 টি শব্দ টাইপ করতে পারে এবং নিশা 5 মিনিটে 200 টিশব্দ টাইপ করতে পারে। তাহলে দুজনে একত্রে 3600 টি শব্দ টাইপ করতে কত সময় লাগবে?
A: 50 মিনিট
B: 40 মিনিট
C: 55 মিনিট
D: 45 মিনিট

5.Question ➭➭ একটি শহরের জনসংখ্যা 10000 , পরপর দুবছর জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার 20% এবং 15% হলে দুই বছর পর জনসংখ্যা কত হবে?
A: 13800
B: 14800
C: 15800
D: 16800

6.Question ➭➭ তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4 । ঐ তিনটি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগবে তার অনুপাত কত?
A: 6:4:3
B: 3:6:3
C: 5:4:3
D: 3:5:4

7.Question ➭➭ দুটি সংখ্যার সমষ্টি 8, এদের লসাগু যদি 24 হয়, তবে সংখ্যা দুটির অনন্যক এর সমষ্টি কত হবে ?
A: 1/3
B: 5/3
C: 5/6
D: 7/3

8.Question ➭➭ 600 টাকার একটি চেয়ার বিক্রি করে 100 টাকা ক্ষতি হল। 16% লাভ রাখতে হলে এটিকে কত টাকায় বিক্রি করতে হব?
A: 512
B: 612
C: 712
D: 812

9.Question ➭➭ কোন এক বছরের একজন ব্যাক্তির মাসিক বেতন গড় 340 টাকা। প্রথম 8 মাসের বেতনের গড় 316 টাকা এবং শেষ 5 মাসের বেতনের গড় 412 টাকা। ওই ব্যক্তির অষ্টম মাসের বেতন কত ছিল?
A: 516 টাকা
B: 520 টাকা
C: 508 টাকা
D: 518 টাকা

10.Question ➭➭ 35 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্র চারিদিকে ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে, যার গতিবেগ ঘন্টায় 9 কিলােমিটার?
A: 56 সেকেন্ড
B: 46 সেকেন্ড
C: 42 সেকেন্ড
D: 52 সেকেন্ড

11.Question ➭➭ কোন মূলধনের ওপর বার্ষিক 4% হারে 15 বছরের সরল সুদ ও বার্ষিক 5% হারে 10 বছরের সরল সুদের অন্তর হল 100 টাকা। তবে মূলধন কত ?
A: 1000 টাকা
B: 2000 টাকা
C: 1500 টাকা
D: 1200 টাকা

12.Question ➭➭ 119 টি কমলালেবু ও 187 টি আম কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে বিতরণ করা হল। শিশুদের সংখ্যা কত ?
A: 12
B: 11
C: 14
D: 17

13.Question ➭➭ চার অঙ্কের সংখ্যা গুলির মধ্যে যেগুলি 34 দ্বারা বিভাজ্য সেগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা কোনটি ?
A: 9992
B: 9990
C: 9898
D: 9996

14.Question ➭➭ এক ব্যক্তির কোন জিনিস বিক্রয় করে 10% লাভ করেন। যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রয় করেন তাহলে লাভের হার কত ?
A: 100%
B: 110%
C: 120%
D: 80%

15.Question ➭➭ দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 20% এবং 50% বেশি। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত?
A: 80
B: 120
C: 40
D: 100

16.Question ➭➭ কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 675-কে গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে ?
A: 125
B: 5
C: 40
D: 3

17.Question ➭➭ কোন নগরের অধিবাসীদের মধ্যে শতকরা 5 জন ইংরেজ এবং অবশিষ্ট ভারতীয়; যদি নগরের লােকসংখ্যা 37,820 হয়, তবে ভারতীয়র সংখ্যা কত ?
A: 35,929
B: 36,000
C: 35,629
D: 35,900

18.Question ➭➭ একটি বাগানে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি গাছ আছে। বাগানে মাট গাছের সংখ্যা 5776 হলে, কতগুলি সারি আছে ?
A: 86
B: 76
C: 106
D: 78

19.Question ➭➭ তিনটি সংখ্যা 1:2:4 অনুপাতে আছে। এদের গুণফল 125, মাঝের সংখ্যাটি হল ?
A: 2
B: 9
C: 5
D: 8

20.Question ➭➭ 14 বছর আগে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 6 গুণ ছিল। যদি পুত্রের বয়স এখন 20 বছর হয়, তবে তার পিতার বয়স কত ?
A: 40 বছর
B: 50 বছর
C: 45 বছর
D: 55 বছর

Best Math Mock Test Bengali Questions

What we cover on math mock test bengali part 4:- Best Math mock test in bengali,math quiz in bengali,math questions bengali,quiz in bengali ,math mock test in bengali wbp,best quiz in bengali language questions.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top