SSC CGL History Questions

SSC CGL History Questions 2024–25 : স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (এসএসসি সিজিএল) পরীক্ষা হল ভারতের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা, যা ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে প্রার্থীদের পরীক্ষা করে। SSC CGL-এর ইতিহাস বিভাগে উন্নতি করার জন্য, প্রার্থীদের ঐতিহাসিক ঘটনা, ব্যক্তিত্ব এবং সময়রেখা সম্পর্কে দৃঢ় বোঝার প্রয়োজন। এই ব্লগ পোস্টের লক্ষ্য SSC CGL ইতিহাসের প্রশ্নে দক্ষতা অর্জনের জন্য একটি বিস্তৃত নির্দেশিকা প্রদান করা, প্রার্থীদের বিশাল ঐতিহাসিক ল্যান্ডস্কেপ দিয়ে নেভিগেট করতে এবং তাদের পরীক্ষার প্রস্তুতি বাড়াতে সাহায্য করা।

Here are ssc cgl,chsl,cpo,mts previous year questions for SSC. এখানে এসএসসির জন্য ssc cgl, chsl,cpo, mts বিগত বছরের প্রশ্ন রয়েছে।

SSC CGL History Questions 2024–25

Q.1 সর্বভারতীয় হরিজন সংঘ কবে প্রতিষ্ঠিত হয়?

(ক) 1930

(খ) 1931

(গ) 1932

(D) 1933

উত্তরঃ গ

Q.2 মঙ্গল পান্ডে কোন রেজিমেন্টে সিপাহী হিসাবে কাজ করেছিলেন?

(ক) রয়্যাল গোর্খা রাইফেল

(খ) 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি

©️ শিখ রেজিমেন্ট

(D) উপরের কোনটি নয়

উত্তরঃ বি

Q.3 পানিপথের প্রথম যুদ্ধ কোন মধ্যে সংঘটিত হয়েছিল?

(ক) বাবর ও লোদী

(খ) আকবর ও হেমু

©️ মুঘল এবং ব্রিটিশ

(ঘ) আকবর ও লোদী

উত্তরঃ ক

Q.4 পানিপথের দ্বিতীয় যুদ্ধের মধ্যে যুদ্ধ হয়?

(ক) বাবর ও লোদী

(খ) আকবর ও হেমু

©️ মুঘল এবং ব্রিটিশ

(ঘ) আকবর ও লোদী

উত্তরঃ বি

Q.5 মাদ্রাজের প্রতিষ্ঠাতা কে?

(ক) ফ্রান্সিস ডে

(খ) লর্ড ডালহৌসি

©️ স্যার জন চাইল্ড

(D) রবার্ট ক্লাইভ

উত্তরঃ ক

Q.6 “গীত গোবিন্দ” এর লেখক কে?

(ক) কবির

(খ) কালিদাস

©️ রবিদাস

(ঘ) জয়দেব

উত্তরঃ ডি

Q.7 বক্সারের যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল?

(ক) 1762

(খ) 1764

©️ 1768

(D) 1772

উত্তরঃ বি

Q.8 স্বামী বিবেকানন্দ কোন সালে আমেরিকায় “বিশ্ব ধর্মের সংসদে” যোগ দিয়েছিলেন?

(ক) 1893

(B) 1895

©️ 1897

(D) 1899

উত্তরঃ ক

Q.9 জৈন ধর্মে মতি জ্ঞানের অর্থ কী?

(ক) ইন্দ্রিয় অঙ্গের কার্যকলাপের মাধ্যমে উপলব্ধি।

(খ) শাস্ত্র দ্বারা প্রকাশিত জ্ঞান।

©️ ক্লেয়ারভয়েন্ট উপলব্ধি।

(ঘ) টেলিপ্যাথিক জ্ঞান।

উত্তরঃ ক

Q.10 মৌর্য যুগ কোন বছরে বিদ্যমান ছিল?

(A) 320 BC – 185 BC

(B) 322 BC – 185 BC

©️ 315 BC – 185 BC

(D) 310 BC – 185 BC

উত্তরঃ বি

Q.11 “জাতক” হল এর সাথে যুক্ত পবিত্র গ্রন্থ:

(ক) হিন্দু ধর্ম

(খ) জৈন ধর্ম

©️ বৌদ্ধ ধর্ম

(ঘ) ইহুদি

উত্তরঃ গ

Q.12 চন্দ্রগুপ্ত কাকে সিংহাসনচ্যুত করে শাসক হন এবং তার নাম কি ছিল?

(ক) ধানন্দ

(খ) জ্ঞানানন্দ

©️ বিখানন্দ

(D) রেহোনান্ড

উত্তরঃ ক

Q.13 চন্দ্রগুপ্তের উত্তরসূরি কে?

(ক) সন্নিধাতা

(খ) অশোক

©️ হেমুসারা

(ঘ) বিন্দুসার

উত্তরঃ ডি

Q.14 কোন বছর শুঙ্গ রাজবংশের অস্তিত্ব ছিল?

(A) 178 BC – 73 BC

(B) 180 BC – 73 BC

©️ 182 BC – 73 BC

(D) 185 BC – 73 BC

উত্তরঃ ডি

Q.15 কোন বছরে কানভ রাজবংশের অস্তিত্ব ছিল?

(A) 73 BC – 28 BC

(B) 72 BC – 28 BC

©️ 73 BC – 26 BC

(D) 73 BC – 25 BC

উত্তরঃ ক

Q.16 সাতবাহন রাজবংশ কোন বছরে বিদ্যমান ছিল?

(A) 56 BC – 220 AD

(B) 60 খ্রিস্টপূর্ব – 225 খ্রিস্টাব্দ

©️ 65 BC – 230 AD

(D) 70 খ্রিস্টপূর্ব – 235 খ্রিস্টাব্দ

উত্তরঃ বি

Q.17 টিপু সুলতানের মধ্যে শ্রীরঙ্গপত্তনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল

(ক) রবার্ট ক্লাইভ

(খ) কর্নওয়ালিস

©️ ওয়ারেন হেস্টিংস

(D) ডালহৌসি

উত্তরঃ বি

Q.18 পেশোয়ার ও পাঞ্জাব জয় ও সংযুক্ত করতে গজনীর মাহমুদ পরাজিত হন?

(ক) ঘুরিদের

(খ) আরবরা

©️ করকোটকাস

(ঘ) হিন্দুশাহী

উত্তরঃ ডি

প্রশ্ন.১৯ টোডর মাল ছিলেন আকবরের মন্ত্রী; সে ছিল

(ক) নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে

(খ) অর্থমন্ত্রী

©️ প্রধানমন্ত্রী

(ঘ) কৃষিমন্ত্রী

উত্তরঃ বি

Q.20-এর সহায়তায় আজাদ হিন্দ তৈরি হয়েছিল

(ক) মার্কিন যুক্তরাষ্ট্র

(খ) রাশিয়া

©️ জাপান

(D) চীন

উত্তরঃ গ

Q.21 চেঙ্গিস খান প্রতিষ্ঠা করেন

(ক) মঙ্গোল সাম্রাজ্য

(খ) মোহুল সাম্রাজ্য

©️ লোদি রাজবংশ

(D) মুঘল সাম্রাজ্য

উত্তরঃ ক

Q.22 পাল রাজবংশের প্রথম শাসক কে ছিলেন?

(ক) ভাস্করবর্মণ

(খ) ধর্মপাল

©️ গোপাল

(D) উপরের কোনটি নয়

উত্তরঃ গ

Q.23 কোন সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?

(ক) 1786

(B) 1787

©️ 1788

(D) 1789

উত্তরঃ ডি

Q.24 কে আর্য সমাজের সূচনা করেন?

(ক) স্বামী বিবেকানন্দ

(খ) রাজা রাম মোহন রায়

©️ গোপাল কৃষ্ণ গোখলে

(ঘ) স্বামী দয়ানন্দ সরস্বতী

উত্তরঃ ডি

Q.25 বিম্বিসার শাসক ছিলেন?

(ক) মগধ

(খ) কম্বোজ

©️ অবধ

(ঘ) গান্ধার

উত্তরঃ ক

Q.26 সাঙ্গাদের আমলে কোন পুনরুজ্জীবন হয়েছিল?

(ক) জৈন ধর্ম

(খ) ব্রাহ্মণ্যবাদ

©️ জরথুষ্ট্রবাদ

(ঘ) বৌদ্ধধর্ম

উত্তরঃ বি

Q.27 টিপু সুলতান কে শাসক ছিলেন?

(ক) বাংলা

(খ) কর্ণাটক

©️ হায়দ্রাবাদ

(ঘ) মহীশূর

উত্তরঃ ডি

Q.28 কে ‘পাঞ্জাব কেশরী’ উপাধিতে ভূষিত হন?

(ক) লালা লাজপত রায়

(খ) সর্দার বলদেব সিং

©️ ভগৎ সিং

(D) রঞ্জিত সিং

উত্তরঃ ক

Q.29 কে শূন্য আবিষ্কার করেন?

(ক) ভাস্কর

(খ) চাণক্য

©️ আর্যভট্ট

(D) উপরের কোনটি নয়

উত্তরঃ গ

Q.30 রামচরিতমানস কে লিখেছেন?

(ক) তুলসীদাস

(খ) কালিদাস

©️ কবির

(ঘ) রবিদাস

উত্তরঃ ক

Q.31 বৌদ্ধ সাহিত্যকর্ম সাধারণত কোন ভাষায় লেখা হয়?

(ক) সংস্কৃত

(খ) তামিল

©️ প্রাকৃত

(ঘ) পালি

উত্তরঃ ডি

Q.32 কে “ভারতীয় রেনেসাঁর জনক” নামে পরিচিত?

(ক) লালা লাজপত রায়

(খ) রাজা রাম মোহন রায়

©️ শহীদ ভগত সিং

(D) B. G. তিলক

উত্তরঃ বি

Q.33 ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন?

(ক) দ্বারকানাথ ঠাকুর

(খ) চন্দ্রশেখর দেব

©️ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(D) হেনরি ভিভিয়ান ডিরোজিও

উত্তরঃ ডি

Q.34 “বেদে সমস্ত সত্য রয়েছে” দ্বারা ব্যাখ্যা করা হয়েছিল

(ক) স্বামী বিবেকানন্দ

(খ) স্বামী দয়ানন্দ

©️ রাজা রামমোহন রায়

(D) উপরের কোনটি নয়

উত্তরঃ বি

Q.35 কার রাজত্বে প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়?

(ক) অজাতশত্রু

(খ) বিম্বিসার

©️ অশোক

(ঘ) কনিষ্ক

উত্তরঃ ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *