GK Quiz on Ancient History in BengaliImage by Roberto San antonio abad garcia from Pixabay

GK Quiz on Ancient History in Bengali : Ancient history, as a term, refers to the compilation of the past from the beginning of human history to post-classical history. Obviously, many questions are asked in the latest competitive exams dating back to ancient history. General Knowledge Quiz (GK Quiz on Ancient History in Bengali) is a multiple choice question bank that will present you with many questions based on in-depth analysis of concepts related to various topics of ancient history.

20 GK Quiz on Ancient History in Bengali

  1. নিচের কোনটি সঠিক জোড়া নয়?

উঃ ইলোরা গুহা – রাষ্ট্রকূট শাসক

বি. মহাবালিপুরম – পল্লব শাসক

গ. খাজুরাহো – চ্যান্ডেলাস

D. এলিফ্যান্টা গুহা – মৌয়রা যুগ

উত্তরঃ ডি

  1. সংস্কৃতের নিম্নলিখিত কাব্যগুলির মধ্যে কোনটি, আদালতের চক্রান্ত এবং চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতায় প্রবেশের সাথে মোকাবিলা করে?

উঃ মৃচ্ছকাটিকা

খ.ঋতুসমহার

গ. কুমারসম্ভব

D. মুদ্রারাক্ষস

উত্তরঃ ডি

  1. হিন্দু দর্শনের নিচের কোন ব্যবস্থার উপর শঙ্করাচার্য 9ম শতাব্দীতে ভাষ্য লেখেন?

উঃ সাংখ্য

বি বৈশেষিক

গ. যোগ

D. উত্তরমীমাংসা

উত্তরঃ ডি

  1. অষ্টম শতাব্দীর ত্রিপক্ষীয় ক্ষমতার লড়াই নিচের কোনটির মধ্যে ছিল?

উঃ চোল, রাষ্ট্রকূট ও যাদব,

B. চালুক্য, পল্লব এবং পান্ড্য

C. চোল, পান্ড্য এবং চালুক্য

D. চালুক্য, পল্লব এবং যাদব

উত্তরঃ বি

  1. নিচের কোনটি সঠিক নয়?

উঃ পান্ড্যদের রাজধানী ছিল মাদুরাই

B. চেরাসের রাজধানী ছিল ভাঞ্চি

C. বিদেহ রাজ্যের রাজধানী – মিথিলা

D. গহদওয়াল রাজবংশের রাজধানী – কনৌজ

উত্তরঃ বি

  1. কোন রাজা এলাহাবাদে কুম্ভ মেলার আয়োজন শুরু করেন?

উঃ হর্ষবর্ধন

B. ধ্রুবসেন II

গ. নরশিমবর্মণ

D. আকবর

উত্তরঃ ক

  1. উপনিষদ হল বইগুলি:

উ: রাজনীতি

B. দর্শন

গ. ঔষধ

D. সামাজিক জীবন

উত্তরঃ বি

  1. প্রথম ভারতীয় শাসক কে ছিলেন যার ভূখণ্ড ভারতের বাইরে ছিল?

উঃ অশোক

B. চন্দ্রগুপ্ত মৌর্য

গ. কনিষ্ক

ডি. হুভিশকা

Ans: গ

  1. নিচের কোন উক্তিটি ভুল?

উঃ শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেন পুষ্যমিত্র

খ. মহান মৌর্য রাজা অশোক খ্রিস্টপূর্ব ৩৩২ সালে মারা যান

সি. অশোক খ্রিস্টপূর্ব ২৬১ সালে কলিঙ্গ আক্রমণ করেন

ডি. চন্দ্রগুপ্ত মৌর্য মুক্তিদাতা উপাধি অর্জন করেন।

উত্তরঃ বি

  1. প্রাথমিক বৈদিক সভ্যতার সময় নিম্নলিখিতগুলির মধ্যে কাকে উপাসনা করা হত?

উঃ বরুণ

B. ইন্দ্র

গ. সূর্য

D. উপরের সব

উত্তরঃ ডি

  1. ঋগ্বেদের স্তোত্রগুলি কোথায় রচিত হয়েছিল?

উঃ পাঞ্জাব

B. গুজরাট

গ. রাজস্থান

D. উত্তরপ্রদেশ

উত্তরঃ ক

  1. নিচের কোনটি পাকিস্তানের সিন্ধ প্রদেশের লারকানা জেলার একটি স্থান?

উঃ আলমগীরপুর

খ. হরপ্পা

গ. রাঙ্গাপুর

D. মহেঞ্জোদারো

উত্তরঃ ডি

  1. সিন্ধু উপত্যকা সভ্যতার অবসান ঘটিয়েছিল কী?

উঃ আর্যদের আক্রমণ

B. বারবার বন্যা

C. ভূমিকম্প

D. উপরের সব

উত্তরঃ ডি

  1. সিন্ধু সম্প্রদায়ের প্রধান পুরুষ ঈশ্বর কাকে উপাসনা করতেন?

উঃ ভগবান বিষ্ণু

বি বিষ্ণু

গ. ব্রহ্মা

D. ইন্দ্র

উত্তরঃ ক

  1. নিম্নলিখিত সাম্রাজ্যের মধ্যে কোন সাম্রাজ্য সবচেয়ে দীর্ঘস্থায়ী ছিল?

উঃ পাল

খ. প্রতিহারস

গ. রাষ্ট্রকূটরা

D. সেনস

Ans: গ

  1. নিচের কোন উক্তিটি ভুল?

উঃ ধর্মপাল পাল রাজবংশের প্রতিষ্ঠাতা।

B. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল প্রতিষ্ঠিত করেন?

সি ভোজা ছিলেন প্রীতিহার সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।

D. তৃতীয় কৃষ্ণ ছিলেন শেষ রাষ্ট্রকূট রাজা।

উত্তরঃ ক

  1. নিচের কোন বিবৃতিটি/ সঠিক?

I. 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন।

২. আম্বি (তক্ষশিলার রাজা। আলেকজান্ডার এবং তার লোকদের স্বাগত জানালেন

III. আলেকজান্ডার 332 খ্রিস্টপূর্বাব্দে মারা যান

কোড:

উ: সব সঠিক

B. শুধুমাত্র I, III

C. শুধুমাত্র I, II

D. II, III

Ans: গ

  1. ঝিলাম ও চেনাব নদীর মধ্যবর্তী রাজ্যের শাসক কে ছিলেন?

উঃ আলেকজান্ডার দ্য গ্রেট

খ. দারিয়াস তৃতীয়

গ. রাজা পোরাস

D. চন্দ্রগুপ্ত মৌর্য

Ans: গ

  1. উত্তর ভারতের শেষ হিন্দু সম্রাট কে ছিলেন?

উঃ হর্ষ

B. পুলকেসিন II

গ. রাজ্যবর্ধন

D. স্কন্দগুপ্ত

উত্তরঃ ক

  1. নিচের কোন বিবৃতিটি সঠিক/সঠিক?

I. পুলকেন প্রথম চালুক্য রাজবংশের প্রথম শাসক ছিলেন?

২. হর্ষবর্ধন 608-642 খ্রিস্টাব্দে চালুক্য অঞ্চল আক্রমণ করেছিলেন?

III. বিক্রমাদিত্য আমি 608 খ্রিস্টাব্দে মারা যান।

কোড:

উ: সব সঠিক

B. শুধুমাত্র আমি

C. শুধুমাত্র II, III

D. শুধুমাত্র I, III

উত্তরঃ বি

ALSO READ : SSC CGL History Questions 2024–25 in Bangla

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *