Mix Quiz Questions In Bengali

মক টেস্ট পার্ট 2

Brief Information : আজ এই কুইজ পর্বে কিছু বাছাই করা গুরুত্বপুর্ণ Mix Quiz Questions In Bengali part 2 তে রয়েছে আকর্ষণীয় কিছু প্রশ্নের সমাহার যা আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। আশা করছি তোমাদের এই কুইজ টি ভালো লাগবে।

Mix Quiz Questions In Bengali, quiz questions in bengali, quiz in bengali
quizinbengali.com

📢 নিচের start the quiz বাটন এ ক্লিক করুন

⏰ প্রতিটি প্রশ্নের জন্য সময় 60 সেকেন্ড

Time’s Up
score:

Your Score Card

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

কিছু প্রশ্ন দেওয়া হলো:-

1.Question ➭➭ ভারতে কয়লা উৎপাদনে কোন রাজ্য প্রথম?
A: বিহার
B: ঝাড়খণ্ড
C: পশ্চিমবঙ্গ
D: কর্নাটক

2.Question ➭➭ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
A: ইন্দিরা গান্ধী
B: সরােজিনী নাইডু
C: সুচেতা কৃপালিনী
D: None of this

3.Question ➭➭ রাম বাজারদরের থেকে 35% ছাড়ে একটি চেয়ার কিনলেন, যদি রাম ছাড় না পেতেন তাহল তাকে অধিক 245 টাকা বেশি দিতে হত। রাম এই চেয়ারটির জন্য কত টাকা দিয়েছিলন?
A: 455 টাকা
B: 375 টাকা
C: 425 টাকা
D: 400 টাকা

4.Question ➭➭ কোনো একট দ্রব্যের দাম প্রথমে 20 % ও পরে আরো 10% কমানাে হল| মােটি কত শতাংশ দাম কমল?
A: 12%
B: 14%
C: 33%
D: 28%

5.Question ➭➭ কয়লার মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার কয়লার ব্যবহার শতকরা কি পরিমান কমালে মােট খরচ অপরিবর্তিত থাকবে?
A: 20%
B: 30%
C: 40%
D: 50%

6.Question ➭➭ একটি কাজ A এবং B যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। A প্রথমে একা 4 দিন করার পর B 5 দিন কাজটি করে। অবশিষ্ট কাজটি C 8 করলে কাজটি কতদিনে শেষ হত?
A: 10 দিন
B: 5 দিন
C: 8 দিন
D: 3 দিন

7.Question ➭➭ পাঁচ অস্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 123 দ্বারা বিভাজ্য?
A: 23772
B: 10086
C: 10034
D: 30444

8.Question ➭➭ প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা
A: নিউটন
B: ডারউইন
C: লেমার্ক
D: বয়েল

9.Question ➭➭ কাজীরাঙা জাতিয় উদ্যান কোথায় অবস্থিত
A: আসাম
B: সিকিম
C: মনিপুর
D: মধ্যপ্রদেশ

10.Question ➭➭ ভারতের জাতীয় কংগ্রসের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন
A: সুরেন্দ্রনাথ ব্যানার্জি
B: উমেশচন্দ্র ব্যানার্জি
C: বদরুউদ্দিন তায়েবজি
D: এ ও হিউম

Best quiz questions in bengali for competitive exams

11.Question ➭➭ ভারতর রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন?
A: সংসদের সদস্যগণের দ্বারা
B: সরাসরি জনগণের দ্বারা
C: রাজ্য পরিষদের সদস্যগণের দ্বারা
D: সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যগণের দ্বারা

12.Question ➭➭ মূল নদী থেকে যেসব নদী শাখার মতো বেরিয়ে যায় তাদের বলে
A: অন্তর বাহিনী নদী
B: উপনদী
C: শাখা নদী
D: কোনোটই নয়

13.Question ➭➭ গঙ্গার নদীর উচ্চ প্রবাহ
A: হরিদ্বার থেকে মুর্শিদাবাদ এর মিঠিপুর
B: মিঠিপুর থেকে বঙ্গাপসাগরের মােহনা
C: গােমুখ থেকে হরিদ্দার
D: কোনোটাই নয়

14.Question ➭➭ যদি Saturday=42, Wednesday=63 R Tuesday=49 হয়, তাহলে ওই একই সংকেত Thursday -এর মান কত?
A: 35
B: 51
C: 59
D: 56

15.Question ➭➭ মনিশ 40 মিটার উত্তর দিক বরাবর হাটে। তারপর বাঁদিক বঁকে 20 মিটার হাটে। সে তারপর বাঁদিকে বেকে 40 মিটার হাঁটে। প্রারষ্ভিক বিন্দু থেকে সে বর্তমানে কোনদিকে এবং কত দূরে অবস্থান করছো ?
A: 20 মিটার, দক্ষিণ
B: 20 মিটার, পূর্ব
C: 20 মিটার, উত্তর
D: কোনােটিই নয়

What you found from Mix Quiz Questions In Bengali part 2 ?

In this Mix Quiz Questions In Bengali part 2 article we provide ther are many important questions in bengali language that audiences can understand easily.In this article we provide selected questions for the importance of exam patter or exam oriented.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top