জিকে

Quiz Bengali, Quiz In Bengali,Gk in Bengali.best Gk app in Bengali General Knowledge in Bengali gk questions in bengali gk bangla gk questions bengali, reasoning mock test in bengali

Gk Questions Bengali:- গুরুত্বপুর্ণ জিকে প্রশ্নএর PDF

আমাদের অফিসিয়াল অ্যাপ🔗

Important GK Topics Link
🔰 বিভিন্ন নদনদী ও তাদের উৎস Comming Soon
🔰 বিভিন্ন রাজ্যের নদীবাধ Comming Soon
🔰 বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম Comming Soon
🔰 বিভিন্ন আন্তর্জািক সংস্থা ও তাদের হেডকোয়ার্টার Comming Soon
I hope all the Gk Questions Bengali Study Material help you for competitive exams
Gk Questions Bengali Exam oriented Questions

Question.দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা । আসলে এটি হল
Answer: গোদাবরী নদী
দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা । আসলে এটি হল গোদাবরী নদী। গোদাবরী নদীর উৎস

Q.পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়?
Answer: কোচবিহার
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়।

Q.কারচাম ওয়াংটু জলবিদ্যুৎ কেন্দ্র (Karcham Wangtoo Hydroelectric plant) নিচের কোন রাজ্যে অবস্থিত?
Answer: হিমাচল প্রদেশ
করচাম ওয়াংটু হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট (Karcham Wangtoo Hydroelectric plant) হল হিমাচল প্রদেশেের কিন্নর জেলার সুতলজ নদীর উপর একটি 1,091 মেগাওয়াট এর জলবিদ্যুৎ কেন্দ্র

Q. Loktak Lake is located in
Answer: Manipur

Q. কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত?
Answer: ব্রাহ্মণী
আমরা জানি যে রাউরকেল্লা ইস্পাত কারখানা ব্রাহ্মণী নদীর তীরে গড়ে উঠেছে। এবং এটি অর্থাৎ রাউরকেল্লা ইস্পাত কারখানা ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত। রাউরকেল্লা ইস্পাত কারখানা টি গড়ে ওঠে 1955 সালে ।

Q. লুনি নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে?
Answer: আরাবল্লী পাহাড়

Q. ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল —
Answer: লৌহ-ইস্পাত
ছত্তিশগড় লৌহ ইস্পাত এর জন্য বিখ্যাত। এই রাজ্যের ভিলাই লৌহ ইস্পাত শিল্প কারখানার একটি অন্যতম ইস্পাত কারখানা দেশের মধ্যে। 1955 সালে ভিলাই লৌহ ইস্পাত কারখানাটি সোভিয়েত ইউনিয়নের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই ভিলাই লৌহ ইস্পাত কারখানাটি ভারতের ছত্রিশগড় রাজ্যে অবস্থিত।

Q. —— ভারতের বৃহত্তম আখ উৎপাদনকারী রাজ্য।
Answer: উত্তরপ্রদেশ

Q. কোন অঞ্চলকে ‘দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার’ বলা হয়?
Answer: তিরুচিরাপল্লী

Q. পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?
A. উত্তর আন্দামান-এ
B. ছোট আন্দামান-এ
C. দক্ষিণ আন্দামান-এ
D. বৃহৎ নিকোবর-এ
Answer: দক্ষিণ আন্দামান-এ

Q. The Longest River in Asia is
Answer: Yangtze

Q. The longest river in the world is
Answer: Nile River

Q. সবুজ বিপ্লব সীমিত ছিল
A. পঞ্জাব-হরিয়ানার গম চাষে
B. মহারাষ্ট্রের তুলা চাষে
C. অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে
D. পশ্চিমবঙ্গের ধান চাষে

Gk Questions Bengali/Best Gk questions Bengali Lenguage for competitive exams


Q. কোন ভারতীয় মহিলা প্রথম মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন?
A. বাচেন্দ্রী পাল
B. অদিতি বৈদ্য
C. নাহিদা মঞ্জুর
D. দিয়া বাজাজ

Q. দামোদর ভ্যালি কর্পোরেশন হলো —
A. পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা
B. পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারি সংস্থা
C. কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক ও গুরুত্বপূর্ণ সংস্থা
D. ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা

Q. Rajgir Dance Festival attests to the wide popularity of classical dances related to which of the following states/union territories?
A. Lakshadweep
B. Bihar
C. Madhya Pradesh
D. Goa

Q. কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত?
A. ভদ্রা
B. দামোদর
C. ভীমা
D. ব্রাহ্মণী

Q. নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে :
A. সঙ্কোশ
B. রায়ডাক
C. কালজানি
D. চেল

Q. পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে কোন সালে?
A. 1991
B. 1994
C. 1990
D. 1992

Q. সৌরজগতের কোন গ্রহ টি গ্রহের মর্যাদা হারায়়, সঠিক উত্তর কোনটি ?
A. নেপচুন
B. ইউরেনাস
C. প্লুটো
D. শুক্র

Q. করবেট জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত?
A. ত্রিপুরা
B. গুজরাট
C. পশ্চিমবঙ্গ
D. উত্তরাখণ্ড

Q. নিচের দেওয়া রাজ্য গুলির মধ্যে কর্কটক্রান্তী রেখা নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না ?
A. ঝাড়খণ্ড
B. বিহার
C. ছত্তিশগড়
D. মধ্যপ্রদেশ

Q. মে মাসে পূর্ণিমা তিথিতে উদযাপিত ‘ভেসাক পোয়া’ উৎসব নিম্নলিখিত কোন ধর্মের অন্তর্গত?
A. ইসলাম ধর্ম
B. শিখ ধর্ম
C. জৈন ধর্ম
D. বৌদ্ধ ধর্ম

Some Importent General knowledge Questions Sample


Q. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত?
A. তিস্তা ও জলঢাকা নদী
B. জলঢাকা ও রায়ঢাক নদী
C. তিস্তা ও রায়ঢাক নদী
D. তিস্তা ও করলা নদীর

Q. পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে
A. রামসার স্থান হিসেবে
B. বিশ্ব হেরিটেজ স্থান হিসেবে
C. জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসেবে
D. পর্যটন ক্ষেত্র হিসেবে

Q. কয়লা, খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস হল
A. Radioactive Fule (রেডিও অ্যাক্টিভ ফুয়েল)
B. Cryogenic Fuel (ক্রায়োজেনিক ফুয়েল )
C. Indigenous Fuel ( ইণ্ডিজেনাস ফুয়েল )
D. Fossil Fuel (ফসিল ফুয়েল )

Q. Where is pearl fishing done in India ?
A. Tuticorin
B. Kandla
C. Nhava Sheva
D. Cochin

Q. ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
A. গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
B. মাজাগাঁও ডক, মুম্বাই
C. কোচিন শিপইয়ার্ড, কোচি
D. হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম

Q. কারচাম ওয়াংটু জলবিদ্যুৎ কেন্দ্র (Karcham Wangtoo Hydroelectric plant) নিচের কোন রাজ্যে অবস্থিত?
A. রাজস্থান
B. জম্মু ও কাশ্মীর
C. হিমাচল প্রদেশ
D. উত্তরাখণ্ড

Q. পশ্চিম বঙ্গের হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত ?
A. তরাই
B. বারিন্দ
C. ডুয়ার্স
D. রাঢ়

Q. ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল
A. সিয়াচেন
B. গঙ্গোত্রী
C. পিণ্ডারি
D. হিসপার

Q. কাঁকরাপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত?
A. কালপক্কম
B. সুরাট
C. কোটা
D. মুম্বাই

Q. 2019 এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘুর্ণাবর্ত হয়েছে তার নাম কি ছিল সঠিক উত্তর কোনটি হবে?
A. Fani
B. Bulbul
C. Sumi
D. Phinge

Q. কয়লা, খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস হল
A. Radioactive Fule (রেডিও অ্যাক্টিভ ফুয়েল)
B. Indigenous Fuel ( ইণ্ডিজেনাস ফুয়েল )
C. Cryogenic Fuel (ক্রায়োজেনিক ফুয়েল )
D. Fossil Fuel (ফসিল ফুয়েল )

Q. পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি?
A. 1617
B. 2272
C. 3300
D. 2145

Q. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়
A. মেট্রিক স্কেল
B. এপিসেন্টার স্কেল
C. কোয়াক স্কেল
D. রিখটার স্কেল

Gk Questions Bengali exam oriented selected questions

Question. গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি – নক্রেক।

Question. ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত – গুজরাট।

Question. শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত – কর্ণাটক।

Question. কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় – জাপানকে।

Question. রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় – ১৯৭১ সালে।

Question. অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত – নেপাল।

Question. কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় – মাদুরাইকে।

Question. গান্ধিসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত – মধ্যপ্রদেশ।

Question. মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল – ইয়াঙ্গুন।

Question. কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত – মেঘালয়।

Question. ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে – স্কটল্যান্ড।

Question. নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় – ১৯৫৮ সালে।

Gk Questions Bengali Important Gk For competitive exam

Question. ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায় – কৃষ্ণা নদীতে।

Question. ভাঙ্গরা কোন রাজ্যের নৃত্যকলা – পাঞ্জাব।

Question. ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী – তিস্তা নদী।

Question. রাইন নদীর উৎপত্তিস্থল কোথায় – আল্পস পর্বত।

Question. সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত – জম্মু ও কাশ্মীর।

Question. জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয় – ১০ই সেপ্টেম্বর।

Question. ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি – লিওপারগেল।

Question. বানম কোন নদীর উপনদী – চম্বল।

Question. বানিহাল গিরিপথের অপর নাম কি – জওহর সুড়ঙ্গ।

Question. ব্রোঞ্জে কি কি থাকে – তামা ও টিন।

Question. সূর্য শিশির কোন ধরণের উদ্ভিদ – পতঙ্গভুক।

Question. মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয় – অস্থি মজ্জা।

Find the latest gk in Bengali from quizinbengali.com

Question. হিমোসায়ানিন নামক রক্ত রঞ্জকে কি থাকে – কপার।

Question. শল্কমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় – গ্রানাইট শিলায়।

Question. সবরমতী আশ্রম কে প্রতিষ্টা করেন – মহাত্মা গান্ধী।

Question. কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় – ১৮৫৯ সালে।

Question. আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত – আজমির।

Question. গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন – বুদ্ধগয়া।

Question. কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে –কার্বোনেশন প্রক্রিয়ায়।

Question. খলজি বিপ্লব হয়েছিল – ১২৯০ সালে।

Question. নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন – মহাপদ্ম নন্দ।

Question. ব্লাকফুট ডিজিস হয়ে থাকে – আর্সেনিকের প্রভাবে।

Question. আধুনিক কোষ তত্ত্বের জনক – ম্যাথিয়াস স্নাইডেন ও থিয়োডোর সোয়ান।

Question. অণুচক্রিকার প্রধান কাজ – রক্ততঞ্চনে সহায়তা করা।

Question. জলের অসমসত্ত্ব মিশ্রণকে বলা হয় – প্রলম্বন।

Question. পাকস্থলীর অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে বলে – কাইম।

Question. কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল – আসামে।

Question. গান্ধিজিকে মহত্মা নামে অভিহিত করেন – রবীন্দ্রনাথ ঠাকুর।

Question. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় – ১৭৮৪ সালে।

Question. উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন – মার্কিন ভূবিজ্ঞানী।

gk questions in bengali top Gk

Question. উদ্ভিদ হরমোনগুলির মধ্যে ফল পাকাতে সাহায্য করে – ইথিলিন।

Question. গমের মধ্যে মরিচা রোগ হয় – পাকসিনিয়া গ্রামিনিস ভাইরাসের ফলে।

Question. স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন – ড. এডওয়ার্ড জেনার।

Question. মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি – থাইমাস।

Question. পতঙ্গের মাধ্যমে পরাগসংযোগ হলে তাকে বলে – এন্টোমেফিলি।

Question. সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে বলে – ডিপ্লোজোম।

Question. মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে – প্রোটামিন।

Question. হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর বলেছেন – ফিরোজ শাহ তুঘলক।

Question. বঙ্গদেশে কৌলীন্য প্রথা প্রবর্তন করেছিলেন – বল্লাল সেন।

Question. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন – অপরাজিত বর্মণ।

Question. গান্ধি আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় – ৫ই মার্চ ১৯৩১।

Question. প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন – ডারউইন।

Question. পেরেকের ওপর হাতুড়ি দিয়ে মারা কোন বলের উদাহরণ – ঘাত বল।

Question. লাইসোজাইম কি – এক প্রকার উৎসেচক।

Question. আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা – ১৩টি।

Question. শের শাহের বাল্য নাম ছিল – ফরিদ খাঁ।

Question. খানুয়ার যুদ্ধ সংঘটিত হয় – ১৫২৭ সালে।

Question. ‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা প্রচলন করেন – আলাউদ্দিন খলজি।

Question. নব্যবাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় – অবনীন্দ্রনাথ ঠাকুর।

Gk Questions bengali PDF for competitive exams

Question. কোন লেন্সকে অভিসারী লেন্স বলে – উত্তল।

Question. কাবেরি নদীর একটি উপনদীর নাম – ভবানী নদী।

Question. রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে – মুখ্যসচিব।

Question. প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত – দিল্লীতে ইন্ডিয়া গেটের কাছে।

Question. দুজন কুস্তীগিরের নাম লেখো – সুশীলকুমার ও যোগেশ্বর দত্ত।

Question. উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি – উত্তরকন্যা।

Question. কারগিল যুদ্ধ কত সালে হয়েছিল – ১৯৯৯ সালে।

Question. আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক – ক্যান্ডেলা।

Question. হাওয়া মহল কে নির্মাণ করেন – প্রতাপ সিংহ।

Question. ‘ওয়েটিং ফর দি মহাত্মা’ বইটির রচয়িতা কে – আর কে নারায়ণ।

Question. মোপলা বিদ্রোহ কত সালে হয় – ১৯২১ সালে।

Question. আকবরনামার রচয়িতা কে ছিলেন – আবুল ফজল।

Question. বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোথায় অবস্থিত – ঢাকা, বাংলাদেশ।

Question. নীল নদ কোন সাগরে পতিত হয়েছে – ভূমধ্যসাগরে।

Question. কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত – অন্ধ্রপ্রদেশ।

Question. জিনের ক্ষুদ্রতম কার্যকরী একক – সিস্ট্রন।

Question. বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন – বরদৌলির মহিলারা।

Question. কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে – অটোলিথ।

Question. সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে – প্যারিসে।

Gk Questions Bengali Study Material PDF

Question. স্যাক্রাম হাড়টি মানবদেহের কোথায় অবস্থিত – কোমড়।

Question. সবচেয়ে বড় নার্ভের নাম কি – সাইটিকা নার্ভ।

Question. সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ুর নাম – ভেগাস।

Question. টায়ালিন নিঃসৃত হয় – মুখগহ্বরের লালাগ্রন্থি থেকে।

Question. কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক ছিলেন – সুনীল গঙ্গোপাধ্যায়।

Question. সাহারায় প্রথম উট পোষে কোন উপজাতি – বারবার উপজাতি।

Best Gk questions bengali

Question. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন – প্রফুল্ল চন্দ্র ঘোষ।

Question. খড়গপুর আইআইটি স্থাপিত হয় – ১৯৫১ সালে।

Question. বাংলার নবজাগরণের জনক ছিলেন – রাজা রামমোহন রায়।

Question. ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয় – ১৯১১ সালে।

Question. ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য সম্পন্ন হয় – ১৯২১ সালে।

Question. অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন – বিন্দুসার।

Question. পেরুর রাজধানীর নাম – লিমা।

Question. সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত – জম্মু ও কাশ্মীর রাজ্যে।

Question. ভারতের উদীয়মান শিল্প বলা হয় – পেট্রো রসায়ন শিল্পকে।

Question. ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় – ১৯৩৬ সালে।

Question. TRAI -র সম্পূর্ণ নাম – Telecom Regulatory Authority of India.

Question. আকবরনামা কে লিখেছিলেন – আবুল ফজল।

Question. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী – আন্দিজ।

Question. আরব সাগরের রানী বলা হয় – কোচিকে।

Question. দ্রোণাচার্য পুরস্কার কীসের সঙ্গে যুক্ত – ক্রীড়া প্রশিক্ষণ।

Question. শকুন্তলা নাটকের রচয়িতা – কালিদাস।

Question. পাকিস্তানের মুদ্রার নাম – রুপি।

Question. মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন – নিউটন।

Question. বিখ্যাত গ্রন্থ মহাভারত এর রচয়িতা – বেদব্যাস।

Question. কার নামের আগে চাচা কথাটি যুক্ত হয় – পণ্ডিত জওহরলাল নেহরু।

Gk Questions Bengali Important Questions

Question. বিশ্বের সর্ববৃহৎ দেশ – রাশিয়া

Question. ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন – সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

Question. রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে প্রথম ইংল্যান্ডে যান – ১৮৭৮ সালে।

Question. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ – কবিকাহিনী।

Question. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পূরবী কাব্য উৎসর্গ করেছিলেন – ভিক্টোরিয়া ওকাম্পো।

Question. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস – বৌঠাকুরাণীর হাট।

Question. রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন – মহাত্মা গান্ধী।

Question. রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় – ১৯১০ সালে।

Question. গোরা উপন্যাসের লেখক – রবীন্দ্রনাথ ঠাকুর।

Question. রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন – ১৯১৯ সালে।

Question. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান – ১৯১৩ সালে।

Question. মহাত্মা গান্ধির জ্যেষ্ঠ পুত্রের নাম – হরিলাল।

Question. ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ হয়েছিল – ১৯০৫ সালে।

Question. নৌকাডুবি পুস্তকটি রচনা করেন – রবীন্দ্রনাথ ঠাকুর।

Question. বাংলা গদ্যের জনক ছিলেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

Question. আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন – জর্জ ওয়াশিংটন।

Question. বিশাখাপত্তনম শহরটি অবস্থিত – অন্ধ্রপ্রদেশে।

Question. মধ্যপ্রদেশের রাজধানীর নাম – ভোপাল।

Question. পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় – ১৫২৬ সালে।

Question. বৈশাখী উৎসব পালিত হয় – পাঞ্জাবে।

Question. পুরাণের সংখ্যা – আঠারোটি।

Question. ভারতীয় সংবিধান প্রদান করে – এক নাগরিকত্ব।

Question. বিবি কা মকবারা অবস্থিত – ঔরঙ্গাবাদে।

Question. বন্দেমাতরম গানটি রচনা – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।

Question. যে ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়, সেটি হল – ভিটামিন সি।

Gk Questions Bengali Exam Oriented Study Material PDF

Question. বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা – প্রফুল্লচন্দ্র রায়।

Question. ফল পাকাতে ব্যবহৃত হয় – ইথিলিন হরমোন।

Question. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিলেন – সূর্য সেন।

Question. কোষের শক্তিঘর বলা হয় – মাইটোকন্ড্রিয়া।

Question. তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন – কে চন্দ্রশেখর রাও।

Question. শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল – ১৭৯২ সালে।

Question. ক্যাবিনেট মিশন ভারতে আসে – ১৯৪৬ সালে।

Question. ‘সব লাল হো জায়েগা’ উক্তিটি – রঞ্জিত সিং –এর।

Question. আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন – রাজা রামমোহন রায়।

Question. ভারতের প্রবেশদ্বার বলা হয় – মুম্বাই শহরকে।

Question. উদীয়মান সূর্যের দেশ বলা হয় – জাপানকে।

Question. কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন – লর্ড উইলিয়াম বেন্টিংক।

Question. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন – জাকির হোসেন।

Question. ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড – রিতা ফারিয়া।

Question. ধনেখালি জন্য বিখ্যাত – তাঁত শিল্পের জন্য।

Question. হাওয়া মহল তৈরী করেছিলেন – মহারাজা প্রতাপ সিং।

Question. আদিনা মসজিদ অবস্থিত – পান্ডুয়া।

Question. তালিকোটার যুদ্ধ হয়েছিল – ১৫৬৫ খ্রিস্টাব্দে।

Question. তহকক-ই-হিন্দ রচনা করেছিলেন – আলবেরুনি।

Question. প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় – ৯ই জানুয়ারি।

Question. Hungry Stones- বইটির লেখক – রবীন্দ্রনাথ ঠাকুর।

Question. ডেভিস কাপ দেওয়া হয় – টেনিস খেলায়।

Question. শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম – ভলিবল।

Question. জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত – তবলা।

Question. অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম – বিশ্বভূষণ হরিচন্দন।

Question. রাষ্ট্রপতি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন – প্রধানমন্ত্রীর পরামর্শে ।

Gk Questions Bengali Best Gk Questions

Question. ডঃ আব্দুল কালামের পুরো নাম – আবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম।

Question. ডঃ আব্দুল কালাম জন্মগ্রহণ করেন – ১৫ই অক্টোবর ১৯৩১ সালে।

Question. ডঃ আব্দুল কালাম ভারতের – একাদশতম রাষ্ট্রপতি ছিলেন।

Question. ২০০২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ডঃ আব্দু‌ল কালামের কাছে পরাজিত হন – লক্ষ্মী সেহগল।

Question. ডঃ আব্দুল কালামের অনুপ্রেরণামূলক আত্মজীবনীটির নাম – Wings of Fire.

Question. ডঃ আব্দুল কালাম জন্মগ্রহণ করেন – তামিলনাড়ুতে।

Question. ডঃ আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান – ১৯৯৭ সালে।

Question. ডঃ আব্দুল কালাম মারা যান – ২৭শে জুলাই ২০১৫ সালে।

Question. তেমুজিন কার প্রকৃ্ত নাম – চেঙ্গিজ খান।

Question. গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন – মালাধর বসু।

Question. আইহোল প্রশস্তি রচনা করেন – রবিকীর্তি।

Question. মগধের প্রথম রাজধানী ছিল – রাজগৃহ।

Question. কাকুরঘাটি জাতীয় উদ্যান অবস্থিত – ছত্তিশগড়।

Question. মর্নিং স্টার হিসাবে পরিচিত – শুক্র।

Question. মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অবস্থিত – মহারাষ্ট্র।

Question. পিচোলা হ্রদ অবস্থিত – উদয়পুর।

Question. দিল্লি কোন নদীর তীরে অবস্থিত – যমুনা।

Question. সংসদের বিভিন্ন পরিষদের সভাপতিদের নিয়োগের দায়িত্ব হল – লোকসভার অধ্যক্ষের।

Question. গরবা নাচের প্রচলন দেখা যায় – গুজরাটে।

Question. “বর্তমান শাক্যমুনি” নামে পরিচিত – হিউয়েন সাঙ।

Question. পান্না হীরক খনি অবস্থিত – মধ্যপ্রদেশে।

Question. RED CROSS এর প্রতিষ্ঠাতা – হেনরি ডুনান্ট।

Question. সবুজ নগর বলা হয় – চেন্নাইকে।

Question. যে সব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের বলা হয় – জেরোফাইট।

Gk Questions in bengali Study Material PDF

Question. আরব সাগরের রাণী বলা হয় – কোচি বন্দরকে।

Question. বৌদ্ধধর্মে ত্রিপিটক আছে – তিনটি।

Question. ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন – প্রনব মুখোপাধ্যায়।

Question. সম্রাট অশোকের কোন পত্নী তাঁকে অত্যন্ত প্রভাবিত করেছিল – কারুয়াকি।

Question. গ্রীসের রাজধানীর নাম – এথেন্স।

Question. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন – বারীন্দ্র কুমার ঘোষ।

Question. ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয় – অরুণাচল প্রদেশ।

Question. ভারতের ধান গবেষণাগার অবস্থিত – ওড়িশার কটকে।

Question. হর্ষবর্ধনের সভাকবির নাম – বাণভট্ট।

Question. কোন প্রাণীর রক্ত নীলাভ – চিংড়ি।

Question. সার্কের সদর দপ্তর অবস্থিত – কাঠমান্ডুতে।

Question. পায়রা কিসের প্রতীক – শান্তির।

Question. ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে – ব্রিটেনের সংবিধান থেকে।

Question. বসুন্ধরা সম্মেলন হয়েছিল – ব্রাজিলে।

Question. অস্ট্রেলিয়ার জাতীয় খেলা – ক্রিকেট।

Question. কেঁচোর গমন অঙ্গের নাম – সিটা।

Question. উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি – শনি গ্রহের।

Question. টেলিফোন আবিষ্কার করেন – গ্রাহাম বেল।

Question. সাদা শহর বলা হয় – বেলগ্রেডকে।

Question. হিউয়েন সাঙ ভারতে আসেন – হর্ষবর্ধনের শাসনকালে।

Question. নীলদর্পণ নাটকের রচয়িতা – দীনবন্ধু মিত্র।

Question. পোস্ট আন্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় – ১৮৫৩ খ্রিস্টাব্দে।

Question. ভারতে নৌবিদ্রোহ হয় – ১৯৪৬ খ্রিস্টাব্দে।

Question. লৌহমানব নামে পরিচিত – সর্দার বল্লভ ভাই প্যাটেল।

Question. পর্যায় সারণীতে অবস্থিত প্রথম ধাতুকল্পের নাম – বোরন।

Question. পায়রার মূত্রে বেশি পরিমাণে থাকে – ইউরিক অ্যাসিড।

Question. এককের SI পদ্ধতি চালু হয় – ১৯৬০ খ্রিস্টাব্দে।

Question. তড়িৎ পরিবাহিতার একক – সিমেন্স।

Question. নিউটনের প্রথম সূত্র হতে ধারণা পাওয়া যায় – জড়তার।

Question. ছত্রাক বিদ্যাকে বলা হয় – মাইকোলজি।

Question. গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান জানা যায় – চার্লসের সূত্র থেকে।

Question. তাপের উত্তম শোষক – কালো অমসৃণ তল।

Question. সেলসিয়াস স্কেলে ৪০০K উষ্ণতার মান – ১২৭°C

Question. একটি মূলবিহীন উদ্ভিদের নাম – আইকরনিয়া।

Question. মানবদেহে সবথেকে বেশি রক্তচাপ হয় – ধমনিতে।

Question. ভারতের প্রধান বিচারপতি অবসর নেন – ৬৫ বছর বয়সে।

Question. স্বাধীন ভারতে সুপ্রিমকোর্ট গঠিত হয় – ১৯৫০ সালে।

Question. হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন – রাষ্ট্রপতি।

Question. স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন – ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

Question. ‘বাংলার বাঘ’ বলা হয় – আশুতোষ মুখার্জীকে।

Question. পৃথিবীর দীর্ঘতম নদী – নীলনদ।

Question. ইংল্যান্ডের কোন রাজা সর্বপ্রথম ভারতে আসেন – পঞ্চম জর্জ।

Question. ফরাসি বিপ্লব সংঘটিত হয় – ১৭৮৯ সালে।

Question. মাওরি কোন দেশের উপজাতি – নিউজিল্যান্ড।

Question. ‘গঙ্গাস্তোত্রম’ এর রচয়িতা হলেন – শ্ৰীশঙ্করাচার্য।

Question. বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত – দিল্লীতে।

Question. ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ করেছিল – দৌলত খাঁ লোদী।

Question. সুলতানি যুগের প্রথম “প্রকৃত রাজা” ছিলেন – ইলতুৎমিস।

Question. আলেকজান্ডার ভারতে ছিলেন – ১৯ মাস।

Question. ঘানা পাখিরালয় অবস্থিত – রাজস্থানে।

Question. ভারতের বৃহত্তম লৌহ–ইস্পাত কেন্দ্র – ভিলাই।

Question. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল – নক্রেক।

Question. ভেম্বনাদ কয়াল অবস্থিত – কেরালায়।

Question. ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম – আরাবল্লী।

Question. দাক্ষিণাত্যের সবচেয়ে বড়ো নদী – গোদাবরী।

Question. ‘ইন দি লাইন অফ ফায়ার’ বইটি লিখেছেন – পারভেজ মুশারফ।

Question. অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় – ১১ই ফেব্রুয়ারী ১৯২২ খ্রি.।

Question. পদ্ম পুরস্কার প্রতিষ্ঠিত হয় – ১৯৫৪ সালে।

Question. ২০২০ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন – অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

Question. সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন – হরিষেণ।

Question. গীতগোবিন্দ রচনা করেন – জয়দেব।

Question. লাখ বক্স নামে পরিচিত ছিলেন – কুতুবউদ্দিন আইবক।

Question. রক্তকবরী নাটকটি লিখেছেন – রবীন্দ্রনাথ ঠাকুর।

Question. অবাক জলপান নাটকটি লিখেছেন – সুকুমার রায়।

Question. চীনের বৃহত্তম বন্দরের নাম – সাংহাই।

Question. হায়দ্রাবাদ অবস্থিত – মুসী নদীর তীরে।

Question. ইস্ট্রোজেন নামক হরমোনটি নিঃসৃত হয় – ডিম্বাশয় থেকে।

Question. ভাইয়াচার ভূমি ব্যবস্থা প্রচলিত ছিল – পাঞ্জাবে।

Question. সম্রাট জাহাঙ্গীর প্রাণদণ্ড দেন – গুরু অর্জুন সিংহের।

Question. ফারসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন – বাদাউনী।

Question. ভারত কেশরী কাপ যুক্ত – কুস্তি খেলার সাথে।

Question. ভারতীয় মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন – আশাপূর্ণা দেবী।

Question. মেঘালয়ের রাজধানীর নাম – শিলং।

Question. ভারতের দীর্ঘতম সমুদ্রতট – মেরিনা।

Question. ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা – তিন স্তরীয়।

Question. কাদম্বরী গ্রন্থের রচয়িতা – বাণভট্ট।

Question. আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় – মরফিন।

Question. গ্লাইকোজেন সঞ্চিত থাকে – যকৃতে।

Question. আমিনি কমিশন গঠন করেন – ওয়ারেন হেস্টিংস।

Question. নন্দ বংশের প্রতিষ্ঠাতা – মহাপদ্ম নন্দ।

Question. মৃচ্ছকটিক নাটক রচনা করেন – শূদ্রক।

Question. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন – ইন্দিরা গান্ধী।

Question. আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় – ১৭৫৭ খ্রিস্টাব্দে।

Question. পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম – তিরিচমির।

Question. বিখ্যাত রচনা ‘মানব জমিন’ এর লেখক – শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

Question. মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় – চিংড়ি, আরশোলা, শামুক।

Question. নীল নদ পতিত হয়েছে – ভূমধ্যসাগরে।

Question. একক সময়ে বস্তুর সরণকে বলা হয় – বেগ।

Question. খৈতান ট্রফি যুক্ত – দাবা খেলার সঙ্গে।

Question. অষ্টদিগগজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন – কৃষ্ণদেব রায়।

Question. নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন – ১৯৪১ সালে।

Question. অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন – মহাত্মা গান্ধী।

Question. বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় – লাহোর অধিবেশনে।

Question. বাংলার মুকুটহীন রাজা বলা হয় – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।

Question. নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত রয়েছে – ৩২৪ নং ধারায়।

Question. ওস্তাদ আলী আকবর খান যুক্ত – সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে।

Question. ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হল – বাদাম।

Question. বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি – লুইপা।

Question. সামাজিক বিবর্তনবাদের জনক বলা হয় – হার্বাট স্পেন্সরকে।

Question. গ্রিনিচ মান মন্দির অবস্থিত – যুক্তরাজ্যে।

Question. আলিপুর বোমা মামলার প্রধান আসামি ছিলেন – অরবিন্দ ঘোষ।

Question. গদর পার্টির জন্ম হয় – আমেরিকায়।

Question. প্রথম ভারতীয় আই.সি.এস. হয়েছিলেন – সত্যেন্দ্রনাথ ঠাকুর।

Question. কংগ্রেসের প্রথম গোষ্ঠীদ্বন্ধ দেখা যায় – সুরাট অধিবেশনে।

Question. বিধবা বিবাহ আইন পাশ হয় – ১৮৫৬ সালে।

Question. বাণিজ্য বায়ু বলা হয় – আয়নবায়ুকে।

Question. অযোধ্যা শহরটি অবস্থিত – সরযূ নদীর তীরে।

Question. ‘City of Lakes’ নামে পরিচিত – উদয়পুর।

Question. রক্ততঞ্চন ব্যাহত হয় – ভিটামিন K এর অভাবে।

Question. আয়োডিনের অভাবে মানবদেহে যে রোগটি হয় তা হল – গলগণ্ড।

Question. নাদীর শাহ ভারত আক্রমণ করেছিলেন – ১৭৩৯ সালে।

Question. কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় – ১৮৩৫ সালে।

Question. ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন – কেশবচন্দ্র সেন।

Question. পেশীর ক্লান্তির জন্য দায়ী পদার্থটির নাম – ল্যাকটিক অ্যাসিড।

Question. বিশ্বের প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পেয়েছে – সোফিয়া।

Question. মাউন্ট এভারেস্ট নেপালে পরিচিত – সগরমাথা নামে।

Question. বালির প্রধান উপাদান – সিলিকা।

Question. বিশ্বের প্রথম টেস্টটিউব বেবির নাম – লুইস ব্রাউন।

Question. এলাহাবাদ প্রশস্তি রচনা করেন – সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন।

Question. বাল গঙ্গাধর তিলককে ‘ভারতের হীরে’ বলে সম্বোধন করেছিলেন – গোপাল কৃষ্ণ গোখলে।

Question. খিলাফৎ দিবস উদযাপিত হয় – ১৯১৯ এর ১৭ই অক্টোবর।

Question. ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয় – উডের ডেসপ্যাচকে।

Question. মাইকেল ও ডায়ার কে ইংল্যান্ডে হত্যা করেন – বিপ্লবী উধম সিং।

Question. ‘Kingdom of God’ এর লেখক – লিও টলস্টয়।

Question. বৈদ্যুতিক বাল্বের ভিতর থাকে – নাইট্রোজেন গ্যাস।

Question. রাজ্যের লোকসেবা আয়োগের সদস্যদের নিয়োগ করেন – রাষ্ট্রপতি।

Question. ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা – অ্যাটর্নি জেনারেল।

Question. বৃষ্টির জলে থাকে – ভিটামিন বি।

Question. রিকেটস রোগ হয় – ভিটামিন ডি এর অভাবে।

Question. পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হল – আঙ্করভাট মন্দির।

Question. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ – মাউন্ট এভারেস্ট।

Question. পৃথিবীর বৃহত্তম মহাদেশ – এশিয়া।

Question. বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন – এস এস হুইলার।

Question. পৃথিবীর বৃহত্তম হ্রদ – কাস্পিয়ান।

Question. জিকা ভাইরাস ছড়ায় – মশার মাধ্যমে।

Question. সূর্যোদয়ের দেশ বলা হয় – জাপানকে।

Question. পৃথিবীর ছাদ বলা হয় – পামির মালভূমিকে।

Question. নিশীথ সূর্যের দেশ বলা হয় – নরওয়েকে।

Question. মসজিদের শহর বলা হয় – ঢাকাকে।

Question. গুপ্তযুগে ‘উত্তর রামচরিত’ নাটক রচনা করেছিলেন – ভবভূতি।

Question. প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হত – গ্রামণী।

Question. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য – রাজস্থান।

Question. ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন – মিতালি রাজ।

Question. বিশ্বের সবচেয়ে বড় সংবিধান – ভারতের।

Question. স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ – চীন।

Question. তাহরির স্কয়ার অবস্থিত – মিশরের কায়রোতে।

Question. ফরাসি বিপ্লব সংঘটিত হয় – ১৭৮৯ সালে।

Question. হাজার হ্রদের দেশ বলা হয় – ফিনল্যান্ডকে।

Question. ‘আইফেল টাওয়ার’ অবস্থিত – প্যারিসে।

Question. বিশ্বের গভীরতম খাল – পানামা খাল।

Question. আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে – জিব্রাল্টার প্রণালী।

Question. NATO এর সদর দপ্তর অবস্থিত – বেলজিয়ামে।

Question. বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম – লাইব্রেরি অফ কংগ্রেস।

Question. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল – ১৭৮৪ খ্রিস্টাব্দে।

Question. আর্য সমাজ প্রতিষ্ঠা করেন – স্বামী দয়ানন্দ সরস্বতী।

Question. হাওয়া মহল অবস্থিত – জয়পুরে।

Question. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন – প্রফুল্লচন্দ্র ঘোষ।

Question. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন – সরোজিনী নাইডু।

Question. মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম – ফিমার।

Question. মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম – যকৃত।

Question. স্ট্যাচু অব লিবার্টি অবস্থিত – নিউইয়র্কে।

Question. জাপানের প্রচলিত কুস্তির নাম – সুমো।

Question. গঙ্গা নদী পতিত হয়েছে – বঙ্গোপসাগরে।

Question. বিশ্বের সর্ববৃহৎ উপসাগর (গালফ হিসেবে) হল – মেক্সিকো উপসাগর।

Question. ‘গদর পার্টি’ প্রতিষ্ঠা করেন – লালা হরদয়াল।

Question. ‘রাখীবন্ধন’ উৎসবের উদ্যোক্তা হলেন – রবীন্দ্রনাথ ঠাকুর।

Tags:- bes gk questions in bengali,best gk questions bengali,best gk in bengali,best general knowledge in bengali,best gk in bengali pdf, important gk questions in bengali,important gk questions bengali,important gk in bengali,important general knowledge in bengali,important gk in bengali pdf, history gk questions in bengali,history gk questions bengali,history gk in bengali,history general knowledge in bengali,history gk in bengali pdf, geography gk questions in bengali,geography gk questions bengali,geography gk in bengali,geography general knowledge in bengali,geography gk in bengali pdf,science gk questions in bengali,science gk questions bengali,science gk in bengali,science general knowledge in bengali,science gk in bengali pdf,

Gk Questions In Bengali
Quiz Bengali, Quiz In Bengali,Gk in Bengali.best Gk app in Bengali General Knowledge in Bengali gk questions in bengali gk bangla gk questions bengali

⚡Quiz In Bengali (quiz inbengali.com) এর বিশেষত্ব⚡

Gk In Bengali: নমস্কার বন্ধুরা! আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ এর ভূমিকা আমাদের সকলেরই জানা। পুলিশ, গ্রুপ ডি, MTS, GD কনস্টেবল, Food SI, WBCS প্রিলি- যেকোনো পরীক্ষাই হোক না কেন, জেনারেল নলেজ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।

Why Gk questions in bengali important topics for exam?

Because there are many kinds of questions comming from this section and aspirant gradually work hard for their goals.

How much topics come from gk in bengali section

A huge number of questions comming from gk section and it has too much sub section.for this reason it’s quite very hard to command all topics.

Why gk in bengali,gk bengali is important topics?

আমরা সবাই জানি General Knowledge (Gk) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষ। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ করেন। বর্তমান সময়ে,যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য General Awareness খুব গুরুত্বপূর্ণ।রাজ্য তথা দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে Quiz In Bengali কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তথ্য নিয়ে এসেছে। এখানে দেওয়া হয়েছে দেশ এবং বিশ্বের বিভিন্ন বিষয়ের উপর সাধারণ জ্ঞানের তালিকা।General Knowledge on India: ভারতীয় রাজ্য, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা, ভারতে বিপ্লব, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাস, ভূগোল, বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ ও মহিলা, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, ভারতের বিভিন্ন পুরস্কার তালিকা, ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ তালিকা সম্পর্কে প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

what is the question type?

gk in bengali / gk bangla/ gk questions in bengali এই জাতীয় সমস্ত প্রকার জিকে এর জন্য আমাদের quizinbengali.com খুবই গুরুত্বপূর্ন কারন এখান থেকে তোমার বিভিন্ন পরীক্ষার যেমন WBCS GD SSC CGL MTS WEP WBPSC GROUP D এর জন্য Importent gk পেয়ে যাবে।তোমরা বিভিন্ন সরকারী ও বেসরকারী পরীক্ষার MCQ কুইজ PYQ কুইজ Mock Test বা Test Series ফ্রীতে দিতে পারবে। তাই দেরি না করে তাড়াতাড়ি ডাউনলোড করে নাও উপরে দেওয়া লিংক এ ক্লিক করে।| আমাদের অফিসিয়াল অ্যাপ এই অ্যাপ থেকে তোমরা বিভিন্ন সরকারী ও বেসরকারী পরীক্ষার MCQ কুইজ PYQ কুইজ Mock Test বা Test Series ফ্রীতে দিতে পারবে। তাই দেরি না করে তাড়াতাড়ি ডাউনলোড করে নাও উপরে দেওয়া লিংক এ ক্লিক করে।

Why gk questions Bangla is important?

বর্তমানে সরকারি চাকরি পাওয়ার জন্যে দরকার সঠিক পথে পড়াশুনা এবং অধ্যাবসায়। আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে চেষ্টা করি গুরুত্বপূর্ন্য Gk questions in bengali গুলি দেবার। এখানে থেকে বাংলা gk প্রশ্ন উত্তর, বাংলা শর্ট প্রশ্ন উত্তর,জেনারেল নলেজ কোশ্চেন অ্যানসার গুলি পাবেন। – সকল ছাত্র -ছাত্রীর সাফল্য কামনা করতোমরা বিভিন্ন সরকারী ও বেসরকারী পরীক্ষার MCQ কুইজ PYQ কুইজ Mock Test বা Test Series ফ্রীতে দিতে পারবে। তাই দেরি না করে তাড়াতাড়ি ডাউনলোড করে নাও উপরে দেওয়া লিংক এ ক্লিক করে।| আমাদের অফিসিয়াল অ্যাপ এই অ্যাপ থেকে তোমরা বিভিন্ন সরকারী ও বেসরকারী পরীক্ষার MCQ কুইজ PYQ কুইজ Mock Test বা Test Series ফ্রীতে দিতে পারবে। তাই দেরি না করে তাড়াতাড়ি ডাউনলোড করে নাও উপরে দেওয়া লিংক এ ক্লিক করে।

How to improve gk questions in bengali

বৃদ্ধি করার জন্য জিকের প্রশ্ন উত্তর নিয়ে কিছু পরামর্শ:
1.প্রশ্ন-উত্তর পড়ুন: প্রশ্ন-উত্তর পড়া সময়ের সাথে আপনার জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। প্রশ্ন প্রশ্ন করুন এবং উত্তর খুঁজুন।
2.প্রশ্ন প্রশ্ন করুন: আপনি যে কোনও বিষয়ে প্রশ্ন করতে পারেন, যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাহিত্য, সামাজিক বিজ্ঞান, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনাসমূহ, ইত্যাদি।
3.প্রতিদিন পড়ুন: দৈনিক সমাচার, প্রশ্ন-উত্তর সংবাদপত্র, বই, ওয়েবসাইট, ব্লগ ইত্যাদি পড়ুন।4.অনলাইন মক টেস্ট দিন: অনলাইন মক টেস্ট দেওয়া আপনার জ্ঞান পরীক্ষা করতে সাহায্য করবে।
5.গ্রুপ ডিসকাশন অনুষ্ঠান করুন: আপনি যদি কোনও গ্রুপে যোগ দিতে পারেন, তবে সাথে অন্যদের সাথে জিকের প্রশ্ন আলোচনা করুন।

🖤 Struggle Is The Path To Success 🖤